চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি।
চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ | স্থান: শাহবাগ, ঢাকা
শাহবাগ মোড়ে চিকিৎসকদের আন্দোলন: চিকিৎসকদের অধিকার আদায়ের আন্দোলনে একফোঁটা রক্ত ঝরলে সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন 'আমার বাংলাদেশ' (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, "চিকিৎসকরা যদি একফোঁটা রক্ত ঝরায়, তবে পুরো দেশের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাবে।"
ব্যারিস্টার ফুয়াদ আরো জানান, "এপিসি, জলকামানসহ প্রশাসন চিকিৎসকদের উপর অত্যাচার করছে। আমরা মনে রাখতে পারি, ছাত্র-জনতা একসময় রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করেছে, তাই আজকে তাদের ভয় দেখানোর চেষ্টা করা বোকামি।"
এবি পার্টির নেতা বলেন, "আজকের দিনে, চিকিৎসকদের ৫০ হাজার টাকা ভাতা আদায়ের জন্য আন্দোলন করতে হয়। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।"
চিকিৎসকদের আন্দোলনে একাত্মতা
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এই আন্দোলনে ব্যারিস্টার ফুয়াদ যোগ দিয়ে বলেন, "কেন নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখানে আসছে না? এই চিকিৎসকরাও দিনের পর দিন বৈষম্যের শিকার।"
তিনি আরও বলেন, "সরকারকে ৫০ হাজার টাকা ভাতা দিতে বাধ্য করা উচিত। যদি আপনারা সাহায্য না করেন, আমরা দাবি আদায় করব।"
এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার বলেন, "৫০ হাজার টাকা ভাতা এই চিকিৎসকদের অধিকার।" তিনি আরও বলেন, "রাজপথে থাকব, যতদিন না চিকিৎসকদের দাবি পূর্ণ হয়।"
সরকারের অবস্থান এবং চিকিৎসকদের পরবর্তী পদক্ষেপ
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, "চিকিৎসকদের দাবি পূরণের জন্য বিলম্ব করলে আমরা আরো ঐক্যবদ্ধ হবো। আমাদেরকে চাপ দিয়ে লাভ নেই। সরকারকে দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে।"
এই আন্দোলনের প্রেক্ষিতে, গত ২২ ডিসেম্বর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ট্রেইনি চিকিৎসকরা। ট্রেইনি চিকিৎসকদের দাবি ছিল, ৫০ হাজার টাকা ভাতা এবং ২১ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি। সরকার ৩০ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দেয়, তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।