ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি আর নেই।
তরুণ বয়সেই চলে গেলেন অভিনেতা শাহবাজ সানি
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি আর নেই। রোববার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনয় শিল্পী সংঘের বক্তব্য
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে বিষয়টি জানতে পারি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’
মৃত্যুর কারণ
নাট্যনির্মাতা তুহিন হোসেন জানান, ‘তার উচ্চ রক্তচাপ ছিল। হঠাৎ অসুস্থতা অনুভব করেন এবং বমি করতে থাকেন। হাসপাতালে নেওয়ার পর আধা ঘণ্টার মধ্যে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
শেষ বিদায়
শাহবাজ সানির মরদেহ লক্ষীপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার অকাল মৃত্যুতে টিভি নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পী ও সহকর্মীদের প্রতিক্রিয়া
জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব তার ফেসবুকে লিখেছেন, ‘শাহবাজ সানি আমাদের মাঝে আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’
অভিনেতা নিলয় আলমগীরও শোক প্রকাশ করে লিখেছেন, ‘আল্লাহ তাকে জান্নাতবাসি করুন, আমিন।’
ভিডিও এডিটর তনিয়া ইসলাম তনু ফেসবুকে লেখেন, ‘তার মৃত্যু সত্যিই অবিশ্বাস্য। সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাত নসিব করেন।’
ক্যারিয়ার ও জনপ্রিয় নাটক
শাহবাজ সানি ‘কাছে আসার পর’ টেলিফিল্ম দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। তিনি ‘আব্দুল্লাহ’, ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’ ও ‘মহব্বত’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।
তার আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।