সাভারে গেন্ডা এলাকায় চাঁদাবাজির টাকা দিতে অস্বীকার করায় জমি দখলের চেষ্টা, রাস্তায় গর্ত করে মালামাল বহনে বাধা

৯ মার্চ ২০২৫, রোববার সকাল আনুমানিক ১০:৩০ টার দিকে গেন্ডা টিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

 অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা টিয়াবাড়ি এলাকার আবদুর রহমান, আইয়ুব মিয়া ও আলীসহ তাদের সহযোগীরা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী জমসের আলীর নিকট চাঁদা দাবি করেন। 

 চাঁদা না দেওয়ায় তারা জমি দখল নেওয়ার হুমকি দেয় এবং জমিতে মালামাল পরিবহন বিঘ্নিত করতে টিয়াবাড়ি-আলমুসলিম সরকারি রাস্তায় গর্ত করে সন্ত্রাসীরা। 

 এছাড়া, ইতোপূর্বেও তারা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে জমিতে হামলা চালায়। 

 তারা সীমানা প্রাচীর ভেঙে রড নেওয়ার চেষ্টা করলেও জমসের আলীর পরিবারের বাঁধায় তা সফল হতে পারেনি। 

 ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী জমসের আলী ১৩ নভেম্বর ২০২৪ তারিখে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করেন। 

 এই ঘটনার পরেও সন্ত্রাসীরা একাধিকবার চাঁদা দাবি করে এবং জমি দখলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে, যা এলাকার নিরাপত্তা এবং শান্তির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Next Post Previous Post