হাতকড়া পরা শিশুর ভাইরাল ছবি: রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এলো প্রকৃত ঘটনা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ | প্রতিবেদন: নিজস্ব, LikeNews24.Online
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পাঁচ থেকে ছয় বছর বয়সী এক শিশুর হাতে হাতকড়া। ছবিটি ঘিরে নেটিজেনদের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই দাবি করেন, পুলিশ শিশুটিকে আটক করে হাতকড়া পরিয়েছে।
ছবিটি শেয়ার করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। তিনি ছবির ক্যাপশনে লেখেন, “এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।”
এছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ছবিটি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, “শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?”
এসব শেয়ারের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়, সরকার বিরোধী মত দমন করতে শিশুদেরও টার্গেট করা হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে।
সত্যতা প্রকাশ করল রিউমর স্ক্যানার
তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ভাইরাল হওয়া ছবিটি কোনো আসল ঘটনা নয়। শিশুটি খেলছিল এবং অভিনয়ের অংশ হিসেবে খেলনা হাতকড়া পরেছিল।
ছবির শিশুটি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনা। তিনি নিজেই ছবিটি মজা করে ফেসবুকে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন—“আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা।”
পরবর্তীতে কিছু রাজনৈতিক গোষ্ঠী ছবিটি সম্পাদনা ও ক্যাপশন পরিবর্তন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা সামাজিক মাধ্যমে প্রচার করতে থাকে। এতে সৃষ্টি হয় বিভ্রান্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া।