তামান্নার নতুন আইটেম গান 'নাশা' ঝড় তুলেছে ইউটিউবে

তামান্নার নতুন আইটেম গান 'নাশা' ভাইরাল, ইউটিউবে ঝড় তুলেছে | LikeNews24.online

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ | লিখেছেন: নিজস্ব প্রতিবেদক, LikeNews24.online

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনায় এসেছেন নতুন একটি আইটেম সংয়ের মাধ্যমে। 'নাশা' নামের এই গানটি মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

রেইড-২’ সিনেমার অংশ হিসেবে তৈরি গানটি ১১ এপ্রিল মুক্তি পেয়েছে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে। প্রকাশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ সংখ্যা ছাড়িয়ে যায় ২০ লাখ

গানটির এক ঝলক ক্লিপ প্রকাশের পর থেকেই তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সোনালি পোশাকে তামান্নার গ্ল্যামারাস লুক ও শক্তিশালী পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।

‘নাশা’ গানটি রাজকুমার গুপ্ত পরিচালিত আসন্ন সিনেমা ‘রেইড-২’-এ অন্তর্ভুক্ত। ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ইতোমধ্যেই তামান্নার এই আইটেম সং নিয়ে ট্রেন্ড শুরু হয়েছে টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। তার স্টাইল, নাচ এবং ক্যারিশমা ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে।

সিনেমা মুক্তির আগেই গানটি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই গান ও সিনেমা কতটা সাড়া ফেলতে পারে।

Next Post Previous Post