ওয়াসিমকে উপেক্ষা, ইতিহাস ভুল পথে—শরিফুল ইসলাম রাকিব

ওয়াসিমকে উপেক্ষা, ইতিহাস ভুল পথে—শরিফুল ইসলাম রাকিব | LikeNews24.Online
ওয়াসিম আকরামের স্মরণে

ওয়াসিমকে উপেক্ষা, ইতিহাস ভুল পথে—শরিফুল ইসলাম রাকিব

LikeNews24.Online ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি ড্রোন শো-তে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের নাম না থাকায় তীব্র ক্ষোভ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি একটি পূর্বপরিকল্পিত ইতিহাস বিকৃতির অংশ।

ছাত্রদল কেন্দ্রীয় নেতা নাছির বলেন, “সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়াসিমের আত্মত্যাগকে অস্বীকার করছে। ইতিহাস থেকে তাকে মুছে ফেলার এই প্রয়াস গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।”

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাকিব বলেন, “ওয়াসিম ছিলেন সাহসী রাজপথের যোদ্ধা। তার আত্মত্যাগকে উপেক্ষা মানেই স্বাধীনতার চেতনাকে অপমান করা। এই অবমূল্যায়ন আমরা কখনোই মেনে নেব না।”

ছাত্রদল মনে করে, শহীদ ওয়াসিম আকরাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। অথচ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে তার নাম বাদ দেওয়া ইতিহাস বিকৃতিরই দুঃখজনক উদাহরণ।

নেতারা আরও জানিয়েছেন, শহীদ ওয়াসিমের স্মরণে ছাত্রদল শিগগিরই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে। তারা দাবি করেন, ওয়াসিমের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়াই হবে সঠিক ইতিহাস রক্ষার প্রথম পদক্ষেপ।

আরও আপডেট পেতে ভিজিট করুন: LikeNews24.Online

Next Post Previous Post