চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭°C
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। গত নভেম্বর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শীতের আভাস পাওয়া যাচ্ছিলো। এই সপ্তাহেই বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। মেঘমুক্ত দিনে আজ শনিবার (১৪ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কুয়াশার সাথে চুয়াডাঙ্গায় তীব্র শীত পড়তে শুরু করেছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শুক্রবার তাপমাত্রার পারদ আরও নীচে নেমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারে হ্রাস পেয়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রিতে।