গোটা ভারতে ভিখারির সংখ্যায় এক নম্বরে পশ্চিমবঙ্গ!

গোটা ভারতে ভিখারির সংখ্যায় এক নম্বরে পশ্চিমবঙ্গ!

গোটা ভারতে ভিখারির সংখ্যায় এক নম্বরে পশ্চিমবঙ্গ!

প্রকাশিত তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৪

ভারতে ভিক্ষুকদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ভারত সরকার কর্তৃক প্রদত্ত তথ্যমতে, গোটা দেশে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন ভিখারি রয়েছে। এই সংখ্যা থেকে স্পষ্ট যে, ভিখারিদের সংখ্যা অনুসারে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে।

পশ্চিমবঙ্গে ভিখারির সংখ্যা

পশ্চিমবঙ্গে মোট ৮১ হাজার ২৪৪ জন ভিখারি রয়েছে। এদের মধ্যে ৪৮ হাজার ১৫৮ জন মহিলা এবং ৩৩ হাজার ৮৬ জন পুরুষ।

ভারতের অন্যান্য রাজ্যের পরিসংখ্যান

  • উত্তর প্রদেশ: ৬৫ হাজার ৮৩৫ জন
  • অন্ধ্রপ্রদেশ: ৩০ হাজার ২১৮ জন
  • বিহার: ২৯ হাজার ৭২৩ জন
  • রাজস্থান: ২৫ হাজার ৮৫৩ জন
  • দিল্লি: ২ হাজার ১৮৭ জন
  • লাক্ষাদ্বীপ: ২ জন (সবচেয়ে কম)

উত্তর-পূর্ব ভারতের ভিখারির সংখ্যা

  • সিকিম: ৬৮ জন
  • অরুণাচল প্রদেশ: ১১৪ জন
  • নাগাল্যান্ড: ১২৪ জন
  • অসম: ২২ হাজার ১১৬ জন

লাক্ষাদ্বীপে সবথেকে কম ভিখারি

লাক্ষাদ্বীপে মাত্র ২ জন ভিখারি রয়েছে। দাদরা নগর হাভেলিতে ১৯ জন এবং দমন ও দিউতে ২২ জন ভিখারি পাওয়া গেছে।

তথ্যসূত্র: ভারত সরকার কর্তৃক জারি করা পরিসংখ্যান (২০১১ জনসংখ্যা)।

লেখক: লাইক নিউস ২৪

Next Post Previous Post